Monday, February 28, 2011

স্মিথ-গেইলের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ



ওপেনার ডেভন স্মিথ ও ক্রিস গেইলের জোড়া হাফ সেঞ্চুরিতে ধীরে ধীরে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ একমাত্র স্মিথের উইকেট হারিয়ে ২৬ ওভার শেষে ১৪৩ রান সংগ্রহ করেছে। ডেভন স্মিথ ৫১ বলে ৫৩ রানে লুটসের বলে আউট হলেও ক্রিস গেইল অপরাজিত রয়েছেন ৬৫ রানে। স্মিথ ৯ চারে ৫১ রান করেন। ক্রিস গেইল প্রথমে একটু ধীর গতিতে রান তুললেও আস্তে আস্তে স্বরূপে ফিরে আসছেন। ৭২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৬ রানে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন ডিএম ব্রাভো। তিনি অপরাজিত রয়েছেন ১১ রানে।
সোমবার বাংলাদেশ সময় বিকাল তিনটায় দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩ তম ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্টইন্ডিজ ও নেদারল্যান্ড।
টস জিতে নেদারল্যান্ড অধিনায়ক পোর্টার ফিল্ড প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। টস হেরে নেদারল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ডাচ বোলারদের সর্তকতার সাথে মোকাবেলা করনে ক্যারাবীয় দুই ওপেনার ক্রিস গেইল ও ডেভন স্মিথ। স্মিথ ডাচ বোলারদের ওপর চড়াও হয়ে খেললেও গেইল বেশ সংযমী ব্যাটিং করনে। এ দুইজন প্রথম উইকেট জুটিতে ১০০ রান সংগ্রহ করেন। বিশ্বকাপে গ্রপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ড শক্তিশালী ইংল্যান্ডের কাছে পরাজিত হয়।

No comments:

Post a Comment