First time Bangladesh blog news paper. Here are now more national & International news coverage.
Monday, February 28, 2011
তাহেরের ফাঁসি: ২ মার্চ রায়
কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর আগামী ২ মার্চ বুধবার রায় ঘোষণা হতে পারে। এ কারণে আগামীকাল মঙ্গলবার শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। মামলাটি আজ শুনানির জন্য কার্যতালিকায় আসে। আদালত অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমানকে আগামীকালকের মধ্যে শুনানি শেষ করার অনুরোধ জানিয়ে বলেন, এ মামলায় দীর্ঘ শুনানি হয়েছে। কালকের মধ্যে শুনানি শেষ করলে পরের দিন রায় দেয়া যেতে পারে।
কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তার ভাই ড. এম আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের ও সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরেক ভাই প্রয়াত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত বছর আগস্টে রিট আবেদনটি দায়ের করেন। এ প্রেক্ষিতে ২৩ আগস্ট হাইকোর্ট রুল জারি করে। রুলে ১৯৭৬ সালের ১৬ নম্বর সামরিক ফরমানের আওতায় আদালত গঠন, এর আওতায় গোপন বিচার এবং তাহেরের ফাঁসি কার্যকর করা কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। পরে রুলের চূড়ান্ত শুনানিতে আদালত ১৯৭৬ সালে গোপন বিচারে কর্নেল তাহেরের সাথে অভিযুক্ত বিভিন্ন রাজনৈতিক নেতাসহ ওই বিচারের সাথে সম্পৃক্ত বেশ কয়েকজনের বক্তব্য শুনেন। এমনকি ১৯৭৬ সালে রিপোর্টিং করতে আসা একজন বিদেশি সাংবাদিকেরও বক্তব্য নেয়া হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment