প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লিবিয়ায় আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ লেবাননে পৌঁছেছে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজটি বর্তমানে লেবাননে অপেক্ষা করছে। সেখান থেকে লিবিয়া যেতে আরো তিনদিন সময় লাগতে পারে। এ জাহাজে করে সর্বোচ্চ দেড়শ' বাংলাদেশিকে ফিরিয়ে আনা সম্ভব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে জানান, আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার জন্য যা কিছু করার প্রয়োজন, তার সব কিছুই করছে সরকার। এ ব্যাপারে প্রবাসী কল্যাণমন্ত্রী সার্বক্ষণিক লিবিয়ায় যোগাযোগ রাখছেন। আন্তর্জাতিক বিভিন্ন মহলেও যোগাযোগ রাখা হচ্ছে। আটকেপড়া বাংলাদেশি উদ্ধারের জন্য প্রবাসী কল্যাণমন্ত্রী লিবিয়ায় না যাওয়ায় সমালোচনাকে একবারে অবাস্তব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা বলেন, লিবিয়ায় অনেক বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন। তাদের ফিরিয়ে আনা হলে কি অবস্থার সৃষ্টি হবে, সেটিও ভেবে দেখতে হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রীর বক্তব্য নিয়ে সৃষ্ট সমালোচনার প্রেক্ষিতে সকলকে অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। তিনি বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী খেলায় ভারতের বিপক্ষে প্রথমে বোলিং করার সিদ্ধান্তকে ইতিবাচক বলে মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান টসে জিতে বোলিং করার ভালো সিদ্ধান্ত নিয়েছে। এটা না হলে সেদিন বাংলাদেশকে ব্যাটিং বিপর্যয়ে পড়তে হতো।

No comments:
Post a Comment