২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল আজ সোমবার বিকেলে প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় মোট পাঁচ হাজার ৬২ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে এক হাজার ৭২২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। ৪৮ জনের ফলাফল স্থগিত করা হয়েছে। পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ফলাফল পাওয়া যাবে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মোশাররফ হোসেন প্রথম আলোর কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
First time Bangladesh blog news paper. Here are now more national & International news coverage.
Monday, February 28, 2011
†mvbviMuv‡q Rvj RvZxq cwiPqcÎ ˆZwii mgq hyeK †MÖßvi
†mvbviMuv‡qi KuvPcyi DËicvov GjvKvi Gm Kw¤úDUvi A¨vÛ ÷zwWI‡Z MZ kwbevi iv‡Z i¨v‡ei GKwU `j Rvj RvZxq cwiPqcÎ ˆZwi Kivi mgq kwdKzj Bmjvg bv‡g GK hyeK‡K †MÖßvi K‡i‡Q| Gmgq i¨ve m`m¨iv GKwU Rvj RvZxq cwiPqcÎmn RvZxq cwiPqcÎ ˆZwii wewfbœ miÄvg AvUK K‡i|
PÆMÖv‡gi wU‡KU †`qv n‡e 9 10 gvP©
PÆMÖv‡gi Rûi Avn‡g` †PŠayix †÷wWqv‡g evsjv‡`‡ki m‡½ Bsj¨vÛ I †b`vij¨vÛ‡mi ga¨Kvi wek¦Kvc wµ‡K‡Ui `ywU g¨v‡Pi wU‡KU AvMvgx 9 I 10 gvP© weZiY Kiv n‡e| wµ‡KU †fby¨‡Z Gevi †Kv‡bv wUwKU wewµ Kiv n‡e bv| MZKvj †iveevi `ycy‡i ¯’vbxq GKwU †nv‡U‡j Av‡qvwRZ msev` m‡¤§j‡b Gme Z_¨ Rvbv‡bv evsjv‡`k wµ‡KU †evW© (wewmwe) I wek¦Kv‡ci ¯’vbxq Av‡qvRK KwgwUi (GjIwm) cÿ †_‡K| IB `yB w`b `k©K‡`i ÔKbdv‡g©kb †jUviÕ †`wL‡q mswkó e¨vsK †_‡K g~j wU‡KU msMÖn Ki‡Z n‡e|
msev` m‡¤§j‡b `k©K‡`i Rb¨ †ek wKQy wb‡`©kbv Dc¯’vcb Kiv nq ¯’vbxq Av‡qvRK KwgwUi cÿ †_‡K| Rvbv‡bv nq, 11 gvP© Bsj¨v‡Ûi wec‡ÿ w`ev-ivwÎi g¨v‡P †ejv 11Uv Ges 14 gvP© †b`vij¨v‡Ûi wec‡ÿ w`ev g¨v‡P mKvj mv‡o 7Uvq †÷wWqv‡gi dUK †Lvjv n‡e| UªvÝUvBj dUK w`‡q cÖ‡e‡k mgq jvMvi Kvi‡Y wbw`©ó mg‡q `k©K‡`i †÷wWqv‡g Dcw¯’Z _vKvi Rb¨ Aby‡iva Rvwb‡q‡Qb wewmwe †bZviv|
msev` m‡¤§j‡b `k©K‡`i Rb¨ †ek wKQy wb‡`©kbv Dc¯’vcb Kiv nq ¯’vbxq Av‡qvRK KwgwUi cÿ †_‡K| Rvbv‡bv nq, 11 gvP© Bsj¨v‡Ûi wec‡ÿ w`ev-ivwÎi g¨v‡P †ejv 11Uv Ges 14 gvP© †b`vij¨v‡Ûi wec‡ÿ w`ev g¨v‡P mKvj mv‡o 7Uvq †÷wWqv‡gi dUK †Lvjv n‡e| UªvÝUvBj dUK w`‡q cÖ‡e‡k mgq jvMvi Kvi‡Y wbw`©ó mg‡q `k©K‡`i †÷wWqv‡g Dcw¯’Z _vKvi Rb¨ Aby‡iva Rvwb‡q‡Qb wewmwe †bZviv|
evÇvq ew¯‡Z Av¸b : e¨vcK qwZ
ivRavbxi DËi evÇvq exi DËg iwdKzj Bmjvg mo‡K dzwR UvIqv‡ii cv‡k GKwU ew¯—‡Z Av¸b †j‡M e¨vcK qwZ n‡q‡Q| AvR mKvj mv‡o 10Uvi w`‡K G Av¸b jv‡M| dvqvi mvwf©‡mi †K›`ªxq wbqš¿Y K‡i we‡kl Kg©KZ©v kvnRvw` myjZvbv Rvbvb, Av¸‡bi KviY I qwZ GL‡bv Rvbv hvqwb| Lei †c‡q dvqvi weª‡M‡Wi 9wU BDwbU NUbv¯’‡j †cuЇQ Av¸b wbqš‡Y Av‡b|
পুঁজিবাজারে সরকারি বিনিয়োগ আরো বাড়ছে
পুঁজিবাজারে সংকট উত্তরণে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। আজ মঙ্গলবার আইসিবি ভবনে রাষ্ট্রায়ত্ত খাতের ৫ ব্যাংক, আইসিবি এবং সাধারণ বীমা কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুয়ায়ী পুঁজিবাজারে নতুন করে আরো বিনিয়োগ করবে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং সাধারণ বীমা কর্পোরেশন। ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুঁজিবাজারে ঋণের পরিমাণ ৭৬৩০ কোটি টাকা
মাত্র চার মাসের ব্যবধানে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিশেষ করে ব্যাংক, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোর বিনিয়োগের পরিমাণ প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ সময়ের মধ্যে নিজস্ব পোর্টফোলিওতো বটেই তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয়ে গ্রাহকদের দেয়া ঋণের পরিমাণও কমেছে আশঙ্কাজনকভাবে। গত বছর অতি মূল্যায়িত বাজারে ঋণ বাবদ বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করলেও বর্তমানে শেয়ারের দর নাগালের মধ্যে আসার পরও বিনিয়োগ না বাড়ানোয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পুঁজিবাজারে ঋণ বাবদ বিনিয়োগের পরিমাণ কমে আসার পেছনে কয়েকটি বিষয় চি্ি#৮২০৬;হ্নত করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে মার্চেন্ট ব্যাংকগুলোর পৃথকীকরণ, একক গ্রাহকদের ঋণ প্রদানে সীমাবদ্ধতা, শেয়ারের দরহ্রাস পাওয়ায় ফোর্স সেলের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং সর্বোপরি পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বাধ্যবাধকতা।
লঙ্কানদের ব্যাকফুটে ফেলে আফ্রিদির ৩০০ উইকেট অর্জন
জয়ের জন্য ২৭৮ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৯৬ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। লেগ স্পিনার শহীদ আফ্রিদি ইনিংসের ১৮, ২২ ও ৩৮তম ওভারে দিলশান, সামারাবিরা ও সাঙ্গাকারাকে আউট করে লঙ্কানদের ব্যাকফুটে ঠেলে দেন। সেই সাথে তিনি ওয়ানডে ক্রিকেটে অর্জন করলেন ব্যক্তিগত ৩শ উইকেট। এর আগে ভালোই সূচনা করেছিলো স্বাগতিক শ্রীলঙ্কা। দুই ওপেনার তিলকারত্নে দিলশান ও উপুল থারাঙ্গা প্রথম থেকে দেখে-শুনে ব্যাট করেন। কিন্তু সেখানে বাধ সাধলেন মোহাম্মদ হাফিজ ও অধিনায় আফ্রিদি। লঙ্কান ইনিংসে প্রথম আঘাত হানেন স্পিনার মোহাম্মদ হাফিজ। তিনি দলের ৭৬ রানের মাথায় থারাঙ্গাকে ৩৩ রানে ফিরিয়ে দেন। এরপর পরবর্তী আঘাত হানেন পাক দলনেতা আফ্রিদি। দলীয় ৮৮ রানের মাথায় তিনি তিলকারত্নে দিলশানকে ৪১ রানে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান। পরে শোয়েব আখতার জয়াবর্ধনেকে ২ রানে, আর আফ্রিদি সামারাবিরাকে ১ রানে আউট করে দিলে বিপদে পড়ে লঙ্কানরা। তবে, সে বিপদ থেকে দলকে সামলিয়ে ভালোই খেলছিলেন সাঙ্গাকারা। কিন্তু এক অধিনায়কের সফলতাকে মানতে রাজি নয় অন্য অধিনায়ক আফ্রিদি। তাই তাকে ৪৯ রানে আউট করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে তার ৩শ তম শিকার সাঙ্গাকারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩৮.৩ ওভার শেষে ৪ উইকেটে ১৭১ রান। চামারা সিলভা ২৩ ও ম্যাথিউজ ১ রান নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করে যাচ্ছেন।
স্মিথ-গেইলের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ
ওপেনার ডেভন স্মিথ ও ক্রিস গেইলের জোড়া হাফ সেঞ্চুরিতে ধীরে ধীরে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ একমাত্র স্মিথের উইকেট হারিয়ে ২৬ ওভার শেষে ১৪৩ রান সংগ্রহ করেছে। ডেভন স্মিথ ৫১ বলে ৫৩ রানে লুটসের বলে আউট হলেও ক্রিস গেইল অপরাজিত রয়েছেন ৬৫ রানে। স্মিথ ৯ চারে ৫১ রান করেন। ক্রিস গেইল প্রথমে একটু ধীর গতিতে রান তুললেও আস্তে আস্তে স্বরূপে ফিরে আসছেন। ৭২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৬ রানে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন ডিএম ব্রাভো। তিনি অপরাজিত রয়েছেন ১১ রানে।
শীতলক্ষ্যা সেতু নির্মাণে ঋণ সহায়তা দেবে সৌদি
শীতলক্ষ্যা সেতু নির্মাণে সৌদি ফান্ড বাংলাদেশকে ৪৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে। আজ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সরকার ও সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এর মধ্যে ৪৫ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির আওতায় প্রাপ্ত অর্থ নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) বাস্তবায়িতব্য তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণে ব্যয় করা হবে।
তাহেরের ফাঁসি: ২ মার্চ রায়
কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর আগামী ২ মার্চ বুধবার রায় ঘোষণা হতে পারে। এ কারণে আগামীকাল মঙ্গলবার শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। মামলাটি আজ শুনানির জন্য কার্যতালিকায় আসে। আদালত অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমানকে আগামীকালকের মধ্যে শুনানি শেষ করার অনুরোধ জানিয়ে বলেন, এ মামলায় দীর্ঘ শুনানি হয়েছে। কালকের মধ্যে শুনানি শেষ করলে পরের দিন রায় দেয়া যেতে পারে।
কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তার ভাই ড. এম আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের ও সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরেক ভাই প্রয়াত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত বছর আগস্টে রিট আবেদনটি দায়ের করেন। এ প্রেক্ষিতে ২৩ আগস্ট হাইকোর্ট রুল জারি করে। রুলে ১৯৭৬ সালের ১৬ নম্বর সামরিক ফরমানের আওতায় আদালত গঠন, এর আওতায় গোপন বিচার এবং তাহেরের ফাঁসি কার্যকর করা কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। পরে রুলের চূড়ান্ত শুনানিতে আদালত ১৯৭৬ সালে গোপন বিচারে কর্নেল তাহেরের সাথে অভিযুক্ত বিভিন্ন রাজনৈতিক নেতাসহ ওই বিচারের সাথে সম্পৃক্ত বেশ কয়েকজনের বক্তব্য শুনেন। এমনকি ১৯৭৬ সালে রিপোর্টিং করতে আসা একজন বিদেশি সাংবাদিকেরও বক্তব্য নেয়া হয়।
লিবিয়ার বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লিবিয়ায় আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ লেবাননে পৌঁছেছে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজটি বর্তমানে লেবাননে অপেক্ষা করছে। সেখান থেকে লিবিয়া যেতে আরো তিনদিন সময় লাগতে পারে। এ জাহাজে করে সর্বোচ্চ দেড়শ' বাংলাদেশিকে ফিরিয়ে আনা সম্ভব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে জানান, আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার জন্য যা কিছু করার প্রয়োজন, তার সব কিছুই করছে সরকার। এ ব্যাপারে প্রবাসী কল্যাণমন্ত্রী সার্বক্ষণিক লিবিয়ায় যোগাযোগ রাখছেন। আন্তর্জাতিক বিভিন্ন মহলেও যোগাযোগ রাখা হচ্ছে। আটকেপড়া বাংলাদেশি উদ্ধারের জন্য প্রবাসী কল্যাণমন্ত্রী লিবিয়ায় না যাওয়ায় সমালোচনাকে একবারে অবাস্তব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা বলেন, লিবিয়ায় অনেক বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন। তাদের ফিরিয়ে আনা হলে কি অবস্থার সৃষ্টি হবে, সেটিও ভেবে দেখতে হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রীর বক্তব্য নিয়ে সৃষ্ট সমালোচনার প্রেক্ষিতে সকলকে অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। তিনি বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী খেলায় ভারতের বিপক্ষে প্রথমে বোলিং করার সিদ্ধান্তকে ইতিবাচক বলে মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান টসে জিতে বোলিং করার ভালো সিদ্ধান্ত নিয়েছে। এটা না হলে সেদিন বাংলাদেশকে ব্যাটিং বিপর্যয়ে পড়তে হতো।
জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজটি বর্তমানে লেবাননে অপেক্ষা করছে। সেখান থেকে লিবিয়া যেতে আরো তিনদিন সময় লাগতে পারে। এ জাহাজে করে সর্বোচ্চ দেড়শ' বাংলাদেশিকে ফিরিয়ে আনা সম্ভব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে জানান, আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার জন্য যা কিছু করার প্রয়োজন, তার সব কিছুই করছে সরকার। এ ব্যাপারে প্রবাসী কল্যাণমন্ত্রী সার্বক্ষণিক লিবিয়ায় যোগাযোগ রাখছেন। আন্তর্জাতিক বিভিন্ন মহলেও যোগাযোগ রাখা হচ্ছে। আটকেপড়া বাংলাদেশি উদ্ধারের জন্য প্রবাসী কল্যাণমন্ত্রী লিবিয়ায় না যাওয়ায় সমালোচনাকে একবারে অবাস্তব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা বলেন, লিবিয়ায় অনেক বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন। তাদের ফিরিয়ে আনা হলে কি অবস্থার সৃষ্টি হবে, সেটিও ভেবে দেখতে হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রীর বক্তব্য নিয়ে সৃষ্ট সমালোচনার প্রেক্ষিতে সকলকে অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। তিনি বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী খেলায় ভারতের বিপক্ষে প্রথমে বোলিং করার সিদ্ধান্তকে ইতিবাচক বলে মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান টসে জিতে বোলিং করার ভালো সিদ্ধান্ত নিয়েছে। এটা না হলে সেদিন বাংলাদেশকে ব্যাটিং বিপর্যয়ে পড়তে হতো।
evsjv‡`wk‡`i Avb‡Z †jevbb mxgv‡šÍ †bŠevwnbxi RvnvR
ˆeV‡K Rvbv‡bv nq, wZDwbwmqv I wgmi mxgv‡šÍ AvšÍR©vwZK ms¯’v¸‡jv BwZg‡a¨ 10wU K¨v¤ú K‡i‡Q| †mLv‡b _vKv evsjv‡`wk‡`i †`Lfv‡ji Rb¨ 10wU wUg MVb Ki‡e evsjv‡`k| wjexq kni mvevi cwiw¯’wZ G‡Kev‡iB kvšÍ, †ebMvwR we‡¶vfKvix‡`i `L‡j| GB `y GjvKvq evsjv‡`wk‡`i †Kv‡bv mgm¨v †bB| w·cvwj‡Z MʇMvj Pj‡Q, †mLv‡b †Kv‡bv evsjv‡`wk mgm¨vq co‡j AvšÍR©vwZK Awfevmb ms¯’vi gva¨‡g Zv‡`i mwi‡q †bqv n‡e|
wbivcËvi Rb¨ Kg©x‡`i ¯’vb cwieZ©b Kiv‡bv `iKvi gšÍe¨ K‡i ˆeV‡K wewfbœ AvšÍR©vwZK ms¯’vi cÖwZwbwa‡K †W‡K wjweqvq Kg©iZ kÖwgK D×vic~e©K ¯’vb cwieZ©‡bi Rb¨ MZKvj Avev‡iv mnvqZv †P‡q‡Q evsjv‡`k| AvšÍR©vwZK †iWµm KwgwU cÖwZwbwa `‡ji cÖavb †R, dbUvbv, RvwZmsN kiYv_©x ÎvYwelqK ms¯’vi (BDGbGBPwmAvi) evsjv‡`k P¨vÞv‡ii cwiPvjK µvBm m¨vÛvim, AvšÍR©vwZK Awfevmx ms¯’vi (AvBIGg) Kvw›Uª wW‡i±i iveve dvwZgv, †bŠevwnbx cÖavb, ciivóª I cÖevmxKj¨vY gš¿Yvj‡qi mwPemn wewfbœ ms¯’vi cÖavbMY G mgq Dcw¯’Z wQ‡jb|
Gw`‡K 60 nvRvi evsjv‡`wk Kg©xi fwel¨r wba©viY Ki‡Z ciivóªgš¿x Wv. `xcy gwY MZKvj †R‡bfv †M‡Qb| †mLv‡b AvBIGgmn AvšÍR©vwZK ms¯’v¸‡jvi m‡½ G wel‡q †hvMv‡hvM I Av‡jvPbv Ki‡eb, Rvbvb L›`Kvi †gvkviid|
Saturday, February 26, 2011
A¯‹v‡ii 83Zg Avmi em‡Z Avi gvÎ GKw`b evwK
we‡k¦i me‡P‡q gh©v`vc~Y© Pjw”PÎ cyi¯‹vi A¯‹v‡ii 83Zg Avmi em‡Z Avi gvÎ GK w`b evwK| AvMvgxKvj 27 †deª“qvwi RgKv‡jv GB Abyôv‡b †miv Pjw”P‡Îi bvg †NvlYv Kiv n‡e| Avi †mB mv‡_ †miv Awfbq I Kv‡Ri Rb¨ f‚wlZ Kiv n‡e iƒcvwj RM‡Zi cwiPvjK, †jLK, Awf‡bZv I Awf‡bÎx‡`i| Gevi A¯‹vi †`Їo GwM‡q _vKv Pjw”Pθ‡jv n‡”Q- emœvK ‡mvqvb, w` dvBUvi, B‡Ýckb, w` wKWm Avi Aj ivBU, w` wKsm w¯úm, Iqvb Uz‡qw›U ‡m‡fb AvIqvm©, w` †mvk¨vj ‡bUIqvK©, Uq ‡÷vwi w_ª, Uª– Mvj© Ges DB›Uvi †evb QwewU| g‡bvbq‡b GwM‡q †miv Awf‡bZviv n‡jb- w` wKsm ‡_‡K Kwjb dv_©, Iqvb Uz‡qw›U †m‡fb AvIqvm© †_‡K †Rgm d«vs‡Kv, w` †mvk¨vj †bUIqvK© †_‡K †R‡m B‡RevM©, Uª– Mvj© †_‡K †Rd weª‡Rm Ges we‡`wk Qwe weDwUdzj †_‡K Rvwfqvi ev‡`©b| Avi g‡bvbqb †`Їo GwM‡q †miv Awf‡bÎxiv n‡jb- w` wKWm Avi Aj ivBU ‡_‡K G‡bwU ‡ewbs, i¨vweU ‡nvj ‡_‡K gvK© iv‡d‡jv, w` UvDb †_‡K Rv‡iwg †ibvi, DB›Uvm© †evb †_‡K Rb n¨vIqvKm Ges w` dvBUvi †_‡K wµwðqvb †ej| GKv‡Wwgi mKj m`m¨iv wg‡j P‚ovš— g‡bvbqb †NvlYv Ki‡eb| 25wU K¨vUvMwi‡Z GB cyi¯‹vi ‡`qv n‡e| A¯‹vi KwgwUi 6 nvRvi m`m¨ †miv‡`i wbe©vPb Ki‡Z †Mvc‡b †fvU †`‡eb| hy³iv‡ó«i w` GKv‡Wwg Ae ‡gvkb wcKPvi AvU©m GÛ mv‡q‡Ým (GGgwcGGm)Õi †`qv evwl©K cyi¯‹vi GB A¯‹vi| kxl©wbDR
Subscribe to:
Comments (Atom)



